স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০১৯ ২২:৫৫

ম্যান ইউ-সাউথ্যাম্পটন ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় দশজন নিয়ে খেলা সাউথ্যাম্পটনের বিপক্ষে ড্র করেছে উলে গুনার সুলশারের দল।

সাউথ্যাম্পটনের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। শুরুতে ড্যানিয়েল জেমসের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল হজম করে ইউনাইটেড।

দশম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন জেমস। মিডফিল্ডার স্কট ম্যাকটমিনের পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন জেমস। জুনে সোয়ানসি সিটি থেকে আসা ওয়েলসের এই উইঙ্গার লিগে চার ম্যাচ খেলে এই নিয়ে তিন গোল করলেন।

৫৮তম মিনিটে গোল খেয়ে বসে অতিথিরা। ম্যাচে সাউথ্যাম্পটনের প্রথম কর্নার ঠেকিয়ে দিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া, তবে বিপদমুক্ত করতে পারেননি। ছোট ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল হেডে জালে পাঠান ডেনমার্কের ডিফেন্ডার ইয়ানিক।

৭৩তম মিনিটে ম্যাকটমিনেকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সাউথ্যাম্পটনের ডিফেন্ডার কেভিন ডানজো।

প্রতিপক্ষ শিবিরে একজন কম থাকার সুযোগেও এরপর গোল করতে পারেনি ম্যান ইউ। পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে প্রতিযোগিতার সফলতম দলটি।

চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে লিগ শুরু করা রেড ডেভিলরা এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো। দ্বিতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ড্র করার পর গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল সুলশারের দল।

চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হলো ৫। সাউথ্যাম্পটনের পয়েন্ট ৪।

আপনার মন্তব্য

আলোচিত