স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০৯

রোনালদোর গোলে পর্তুগালের জয়

পর পর টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে এবার জয়ে পেয়েছে পর্তুগাল। ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে প্রতিযোগিতাটির শিরোপাধারীরা।

‘বি’ গ্রুপের ম্যাচে শনিবার সার্বিয়ার মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফেরা পর্তুগাল তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করা পর্তুগাল দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠে সার্বিয়ার সঙ্গে ১-১ ড্র করেছিল।

৪২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় পর্তুগাল। ডি-বক্সের জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন উইলিয়াম কারভালহো।

৫৮তম মিনিটে ফের্নান্দেসের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন গনসালে গুদেস। দশ মিনিট পর হেডে লক্ষ্যভেদ করে সার্বিয়াকে ম্যাচে ফেরান নিকোলা মিলেনকোভিচ।

৮০তম মিনিটে বের্নার্দ সিলভার বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান রোনালদো। চলতি বাছাইয়ে এই প্রথম গোল পেলেন ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর আলেকসান্দার মিত্রোভিচের গোলে জমে ওঠে ম্যাচ।

শেষ দিকে একের পর এক গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পর্তুগাল ৮৬তম মিনিটে সিলভার গোলে স্কোরলাইন ৪-২ করে নেয়।

শনিবার ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে লিথুনিয়ার মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরা ইউক্রেন পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

‘এ’ গ্রুপের ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে বুলগেরিয়াকে ৪-০ ব্যবধানে হারানো ইংল্যান্ড টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নিজেদের মাঠে চেক রিপাবলিককে ২-১ গোলে হারানো কসোভো চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

আপনার মন্তব্য

আলোচিত