স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০৩

ইউএস ওপেনের শিরোপা নাদালের

শ্বাসরুদ্ধকর এক ফাইনালের সাক্ষী হলো নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজ। দানিল মেদভেদেভের বিপক্ষে যে লড়াইয়ে জিতে ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন রাফায়েল নাদাল।

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা রোববারের শিরোপা লড়াইয়ে একতরফা ফেভারিট ছিলেন স্প্যানিশ তারকা। প্রথম দুই সেট জিতে অনায়াস জয়ের সম্ভাবনাই জাগিয়েছিলেন তিনি।

কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মেদভেদেভ। অবিশ্বাস্যভাবে জিতে নেন পরের দুই সেট। শেষ পর্যন্ত অবশ্য টেনিস ইতিহাসের অন্যতম অঘটনের জন্ম দিতে পারেননি। ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরেন নাদাল।

চার ঘণ্টা ৫০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা নাদাল।

রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন ৩৩ বছর বয়সী নাদাল।

আপনার মন্তব্য

আলোচিত