স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫২

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সারাহ টেলর

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন সারাহ টেইলর। ইংল্যান্ডের এই ৩০ বছর বয়সী ক্রিকেটার নারীদের ক্রিকেটে অন্যতম প্রতিভাবান উইকেটকিপার। বেশ কয়েক বছর ধরেই অহেতুক উত্তেজনা, অবসাদে ভুগছিলেন তিনি।

এক বিবৃতিতে সারাহ জানিয়েছেন, ‘খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি জানি একেবারে সঠিক সিদ্ধান্ত। এবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। সাবেক এবং বর্তমান সতীর্থদের যত ধন্যবাদই দেই না কেন, সেটা যথেষ্ট হবে না। একই সঙ্গে আমার গোটা সফরে পাশে থাকার জন্য বলতে হবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কথাও। ইংল্যান্ডের হয়ে খেলে আমার স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘদিন দেশের জার্সি গায়ে খেলতে পেরেছি। প্রচুর স্মরণীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। ২০০৬ সালে অভিষেক হওয়া থেকে শুরু, তারপর অ্যাশেজ জয়, এবং অবশ্যই লর্ডসে বিশ্বকাপের ফাইনাল।’‌

টেস্ট, একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি মিলিয়ে দেশের হয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন সারাহ টেলর। রান করেছেন ৬৫৩৩। উইকেটের পেছনে শিকার ২৩২। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থানে। শীর্ষে শার্লট এডওয়ার্ডস।

আপনার মন্তব্য

আলোচিত