স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৯ ১৪:২৯

৬ ডিসেম্বর শুরু বিপিএলের সপ্তম আসর

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঠিক সময়েই মাঠে গড়াবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর ৬ ডিসেম্বর শুরু হচ্ছে।

বিপিএল ঠিক সময়ে মাঠে গড়াবে কি না, তা  নিয়ে অনেক শঙ্কা ছিল। বিসিবি সভাপতির এ ঘোষণায় সব শঙ্কা কেটে গেছে।

তাই ঠিক হয়েছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তারিখও। আগামী ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট হবে বলেও ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।

এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘বিপিএলের সূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, ৬ ডিসেম্বরই শুরু হবে। আমাদের পাকিস্তান সফর রয়েছে, তাই এটি আমাদের চিন্তায় রেখেই যথাসময়ে বিপিএল শেষ করতে হবে। ১২ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। কারণ, আমাদের ১০ নভেম্বর পর্যন্ত ভারতে ম্যাচ রয়েছে। তাই আমরা ১২ নভেম্বর একটি তারিখ ঠিক করেছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আসন্ন বিপিএলের জন্য ৩৯৩ জন খেলোয়াড় তালিকাভুক্ত হয়েছে। ৩৮ জন বিদেশি কোচ বিপিএলের জন্য আগ্রহ দেখিয়েছে। আমাদের নয়টি স্পন্সর রয়েছে। ড্রাফটের মাধ্যমে দলের খেলোয়াড়দের নির্বাচন করা হবে। এটি দলগুলোর সিদ্ধান্ত, এখানে আমাদের কিছুই করার নেই।’

খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আগের আসরগুলোতে যেভাবে খেলোয়াড়রা অর্থ পেয়েছিল, বিসিবি আয়োজন করায় তেমনটা হবে না। তবে এটি কেমন হবে, তা বলা যাচ্ছে না। আমরা এখনো তা চূড়ান্ত করতে পারিনি।’

আপনার মন্তব্য

আলোচিত