স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৯ ০১:১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। তৃতীয় কোয়ালিফাইং প্লে-অফে সংযুক্ত আরব আমিরাতকে ৯০ রানে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে পা রাখল স্কটিশরা।

বুধবার (৩০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৮ রানের পুঁজি গড়ে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসি ৬৫ ও রিচি বেরিংটন করেন ৪৮।

আমিরাতের হয়ে দুটি উইকেট নেন রোহান মুস্তফা।

জবাবে ১৮.৩ ওভারে ১০৮ রানে থামে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং লড়াই। স্কটিশদের হয়ে তিনটি করে উইকেট নেন সাফিয়ান শরিফ ও মার্ক ওয়াট।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নাম লিখেছে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে।

আপনার মন্তব্য

আলোচিত