স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০১৯ ২৩:০১

বার্সা-লেভান্তে ম্যাচে ধারাভাষ্যে ছিলেন জামাল ভুঁইয়া

স্প্যানিশ লা লিগায় মাঠে বাংলাদেশি ফুটবলভক্তদের সমর্থনে মেসিরাই কেবল লড়েন না, মাঠের বাইরে থেকে ফুটবলের বিশ্লেষণী মতামত দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও!

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু বার্সেলোনা-লেভান্তের ম্যাচে ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচে লেভান্তে ৩-১ গোলে বার্সেলোনাকে হারায়।

শুধু বার্সেলোনা ম্যাচ নয়, জামাল ভূঁইয়া থাকবেন রিয়াল মাদ্রিদ ম্যাচেও। এদিন বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে-পরে ও মধ্য বিরতে জামাল থাকবেন বিশ্লেষক হিসেবে।

গেল মৌসুমের শেষ দিকে জামাল ভূঁইয়া প্রথম লা লিগায় ধারাভাষ্য দেন। এই মৌসুমের শুরুতেও ধারাভাষ্য দিয়েছেন একাধিক ম্যাচে। আগে সববারই দুবাইয়ের স্টুডিওতে বসে দিয়েছেন। তবে এবার তিনি প্রথমবার স্পেন থেকে ধারাভাষ্য দিচ্ছেন। নিজের খেলার ব্যস্ততা না থাকলে জামালকে নিয়মিতই দেখা যাবে এই ভূমিকায়।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রোববার ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ। জামাল স্পেন থেকে সরাসরি ওমান যোগ দেবেন সোমবার।

আপনার মন্তব্য

আলোচিত