স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৯ ১১:১৭

গোল্ডেন ফুট পুরস্কার জিতলেন লুকা মডরিচ

২০১৯ গোল্ডেন ফুট পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মডরিচ।

২৯ বছরের বেশি বয়সী মৌসুমের সেরা ফুটবলারকে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এবারসহ সর্বমোট ১৭টি মৌসুমে দেওয়া হলো এই পুরস্কার।

সাবেক ব্যালন ডি অরজয়ী এই তারকাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে ধরা হয়ে থাকে। চলতি বছরের ফিফা ফিফা প্রো এর বর্ষসেরা একাদশেও মিডফিল্ডার হিসেবে ছিলেন এই তারকা মিডফিল্ডার।

এই পুরস্কারজয়ী ফুটবলাররা হলেন- ২০০৩ রবার্তো বাজিও (ইতালি, ব্রেসিয়া), ২০০৪ পাভেল নেদভাদ (চেক প্রজাতন্ত্র, জুভেন্টাস), ২০০৫ অ্যান্ড্রি শেভচেঙ্কো (ইউক্রেন, মিলান), ২০০৬ রোনালদো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ২০০৬ আলেসান্দ্রো দেল পিয়েরো (ইতালি, জুভেন্টাস), ২০০৮ রবার্তো কার্লোস (ব্রাজিল, ফেনারবাচে), ২০০৯ রোনালদিনহো (ব্রাজিল, মিলান), ২০১০ ফ্রান্সেসকো টট্টি (ইতালি, রোমা), ২০১১ রায়ান গিগস (ওয়েলস, ম্যানচেস্টার ইউনাইটেড), ২০১২ জলাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, পিএসজি), ২০১৩ দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট, গালাতাসারায়), ২০১৪ অ্যান্ড্রেস ইনিয়েস্তা (স্পেন, বার্সেলোনা), ২০১৫ স্যামুয়েল এতো (ক্যামেরুন, অ্যান্টালিয়াস্পোর), ২০১৬ জিয়ানলুইজি বুফন (ইতালি, জুভেন্টাস), ২০১৭ ইকার ক্যাসিয়াস (স্পেন, পোর্তো), ২০১৮ এডিনসন কাভানি (উরুগুয়ে, পিএসজি)।

আপনার মন্তব্য

আলোচিত