স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:২৫

নারীদের টি-টুয়েন্টিতে বাংলাদেশের নিগার-ফারজানার সেঞ্চুরি

মালদ্বীপের বিপক্ষে কীভাবে দুই শ ছাড়ান রান করতে হয়, ছেলেদের যেন সেটা হাতে-কলমে দেখিয়ে দিল বাংলাদেশের মেয়েরা।

এস এ গেমসে মেয়েদের ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা ও ফারজানা হক। তাদের দুই সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৫৫ রান তুলেছে বাংলাদেশ।

দুই ওপেনার শামীমা সুলতানা ও সানজিদা ইসলাম ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ১৯ রানের মধ্যেই দুজন প্যাভিলিয়নে ফেরেন। সুমাইয়া আবদুলের থ্রোতে রান আউট হন শামীমা, আর শাম্মা আলীর বলে বোল্ড হন সানজিদা।

দুজনের বিদায়ের পর শুরু হয় ফারজানা আর নিগারের তাণ্ডব। দ্রুতই মালদ্বীপের হাত থেকে ম্যাচের ব্যাটনটা নিজেদের হাতে তুলে নেন তারা। মাত্র ৬৫ বল খেলে ১১৩ রান করেন নিগার সুলতানা। ১৪ চারের পাশাপাশি তিনি ছয়ও মেরেছেন তিনটি।

ওদিকে ছক্কা না মারলেও নিগারের চেয়ে বেশি বিধ্বংসী ছিলেন ফারজানা। ৫৩ বল খেলে ১১০ রান তোলেন ফারজানা। প্রায় ২০৮ স্ট্রাইক রেটের ইনিংসে ফারজানা চার মেরেছেন বিশটা।

এই দুজনের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ২৫৫ রান তোলে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত