স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৯ ২১:১৫

শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় এস্পানিওলকে হারিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় দুপুরে লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল।

শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকা রিয়াল মাদ্রিদের অপেক্ষার পালা শেষ হয় ৩৭তম মিনিটে। বেনজেমার পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভারানে। মৌসুমে ফরাসি এই ডিফেন্ডারের এটি প্রথম গোল।

ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা বেনজেমা ৭৯তম মিনিটে পান গোলের দেখা। সতীর্থের পাস ধরে মিডফিল্ডার ভালভেরদেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ফরাসি স্ট্রাইকার। সতীর্থের ফিরতি পাস পেয়ে ডান পায়ের শটে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন। আসরে এটি তার একাদশ গোল।

চার মিনিট পর ভিক্তর গোমেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।

১৫ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট ৩৪।

৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। তবে দিনের শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে জিতলে শীর্ষে ফিরবে এরনেস্তো ভালভেরদের দল।

আপনার মন্তব্য

আলোচিত