স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৩

এসএ গেমসে বাংলাদেশের অষ্টম সোনা জয়

চলতি এসএ গেমসের আর্চারি ডিসিপ্লিনিরে দশটি ইভেন্টেই ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। এর সবগুলোতেই স্বর্ণ জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে তাদের। অনুমিতভাবেই স্বর্ণ এসেছে পুরুষদের রিকার্ভ দলগত ইভেন্টে।

রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে রিকার্ভ দলগত ইভেন্টে ৫-৩ সেটে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ দল। আগের দিন সেমি-ফাইনালে নেপালকে ৬-০ সেটে হারিয়েছিল তারা।

পোখারায় ছেলেদের দলগত রিকার্ভে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেল এনে দিয়েছেন প্রত্যাশিত সোনা।

এবারের গেমসে বাংলাদেশকে তায়কোয়ান্দো থেকে প্রথম সোনা এনে দিয়েছিলেন দিপু চাকমা। এরপর কারাতে থেকে সোনার পদক জেতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা।

আর শনিবার মাবিয়া আক্তার সীমান্ত, জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব দেশকে উপহার দিয়েছেন সোনার পদক।

চলতি এসএ গেমসে এটি বাংলাদেশের অষ্টম স্বর্ণ পদক।

আপনার মন্তব্য

আলোচিত