সিলেটটুডে ওয়েব ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩৫

‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের লাল বাতি জ্বলে গেছে’

দুই টেস্টের সিরিজে অংশ নিতে বাংলাদেশে এই মুহূর্তে আসার সম্ভাবনা নেই বরং সিরিজটির লাল বাতি জ্বলে গেছে বলে অস্ট্রেলিয়া প্রবাসী এক বাঙ্গালীকে জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ।

অফিসিয়ালি সিরিজটি এখনো বাতিল করা না হলেও সার্বিক পরিস্থিতি নেতিবাচক খবরই দিচ্ছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত শাহাদাত রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে অসী কাপ্তানের সাথে আলাপচারিতা  তোলে ধরেন।

শাহাদাত তাঁর স্ট্যাটাসে লিখেন , ‘সেকেন্ড জব হিসেবে দুদিন সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সুপার মার্কেট উলওয়ার্থ্স এর কুজি বিচ স্টোরে কাজ করি বেশ ক’বছর. অস্ট্রেলিয়ান ক্রিকেট টীম এর ক্যাপ্টেন স্টিভেন স্মিথ নিয়মিত বাজার করেন এখান থেকে। আগে কখনো কথা বলিনি। ঘণ্টা দুই আগে এসেছিল বাজার করতে। হাই স্টিভ বলে আগ বাড়িয়ে প্রথম বারের মত গেলাম কথা বলতে। জিজ্ঞাস করলাম বাংলাদেশ সফরে তারা আদৌ যাচ্ছে কিনা। সংক্ষেপে উত্তর দিল 'নট এট দিস স্টেজ'।’


সার্বিক প্রস্তুতিতেও টেস্ট সিরিজ হবার ব্যাপারে কোন ইঙ্গিত পাওয়া যায়নি বুঝিয়ে শাহাদাত লিখেন-

‘যদি যেতেই তাহলে তার এখন বাজারে না, থাকার কথা ক্যাম্পে । বাংলাদেশ যতোই ভিআইপি নিরাপত্তার কথা বলুক না কেনো, আমার মনে হয় এই সিরিজটার লাল বাতি জ্বলে গেছে।’

আপনার মন্তব্য

আলোচিত