ক্রীড়া প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১১:১৩

ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন রাজ্য দলে, আসছে না অস্ট্রেলিয়া!

বাংলাদেশ সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিজ নিজ রাজ্য দলে ফেরত যেতে বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল এখন কেবল ঘোষণা মাত্র।
 
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি ‘নিরাপত্তা ঝুঁকি’ ইস্যুতে ঝুলে থাকায় এ সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ভেস্তে গেল বিসিবির তোড়জোড়। আগামী ৫ অক্টোবর ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ম্যাটাডোর ওয়ানডে কাপের প্রথম রাউন্ডে মাঠে নামবে ৬টি রাজ্য দল। টেস্ট দলের ক্রিকেটাররা এখন নিজ নিজ রাজ্য দলের হয়ে ওই টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নেবেন।

বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করার মাঝপথে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের সবাই ফিরে যাওয়ার পরই সিরিজ বাতিলের যে শঙ্কা দানা বাধতে শুরু করেছিল, সেটাই আরও প্রগাঢ় হলো ক্রিকেটারদের রাজ্য দলে ফেরার নির্দেশনায়।

প্রসঙ্গত, সফর শুরুর মাত্র দুই দিন আগে খেলোয়াড়দের 'নিরাপত্তার' অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর সাময়িক স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট এ তথ্য জানায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কাদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল বাংলাদেশ সফর করে ফিরে গিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় জড়িত সকল সংস্থার প্রধানরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, অস্ট্রেলিয়াকে চারস্তরের নিরাপত্তা বলয়ে রাখা হবে যা এর আগে কোন ক্রিকেট দলকে দেয়া হয়নি, তবু ওরা না এলে তা হবে দুঃখজনক।

আপনার মন্তব্য

আলোচিত