দিরাই প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৭ ১৮:৩৬

হাওরপাড়ের মানুষের জীবন মান উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে: জয়া সেনগুপ্তা

দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, জননেত্রী শেখ হাসিনা হাওরপাড়ের শিক্ষা, কৃষির উন্নয়নে অনেক কর্মসূচি নিয়েছেন। হাওরপাড়ের ফসলহারা কৃষকের সহায়তায় জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আগামীতে হাওরপাড়ের কৃষকের বোরো ধান ফলাতে যা কিছুর প্রয়োজন সরকার কৃষকদের সকল প্রকার সহযোগিতা দিবে। বর্তমান সরকার হাওরপাড়ের মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ৯টি ইউনিয়নের ৪৮ জন ফসল হারা কৃষকের মাঝে নগদ ৬ হাজার টাকা ও ২৪ পিস ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, এহসান চৌধুরী, মুজিবুর রহমান, রতন কুমার দাস, শিবলী আহমদ বেগ, সৌম্য চৌধুরী, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, শাহজাহান কাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।

এছাড়া জয়া সেন ওই দিন বিকেলে আইনশৃঙ্খলা কমিটির সভা ও হাওরের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত বিষয়ক মতবিনিময় করেন ।

আপনার মন্তব্য

আলোচিত