সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৮ ০১:২১

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় ব্যাটালিয়ান পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) বিকালে অবৈধভাবে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)-এর চৌকি পার হয়ে মেঘালয় রাজ্যে প্রবেশ করার পর স্থানীয় পুলিশ বাহিনী তাদের আটক করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ৪ বাংলাদেশি শ্রমিকরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন, লাল চাঁন মিয়া, সুজন মিয়া এবং  সচিন্ড দাস।

বিজিবি ও আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় বিএসএফ ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টে অবৈধ অনুপ্রবেশ করলে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করে।  

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক জানান, আটককৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত