জামালগঞ্জ প্রতিনিধি

১২ জুলাই, ২০১৮ ১৭:৪৫

জামালগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান স্কুলছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সাচনা বাজার গোদারাঘাট এলাকা থেকে থানার পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করে আসামি আক্তার হোসেন (২২) কে ইভটিজিং এর দায়ে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামি আক্তার হোসেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মৃত নবী হোসেনের পুত্র। পরবর্তীতে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ৫০৯ ধারার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, আসামি আক্তার হোসেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, ইভটিজিং এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত