সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৮ ২০:১২

সিলেটে শেখ রাসেল মেমোরিয়াল সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।   

জেলা পরিষদের সদস্য ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সিলেট জেলা শাখার সভাপতি স্যায়িদ আহমদ সুহেদের সভাপতিত্ব আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকূত খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।  

শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম উল্লেখ করে তিনি বলেন, অবহেলিত, পশ্চাৎপদ অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার  প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। দেশবাসীর আজ একটাই দাবি বঙ্গবন্ধু ও শিশু রাসেলের হত্যাকারীদের যেসব ঘাতক এখনো বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের।

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

সংগঠনের সদস্য আব্দুল মোমিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার মহাসচিব সৈয়দা রাজিয়া মোস্তফা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল গাজী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাংগঠনিক  সম্পাদক ইফতেখার হোসেন সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের  সহ-সভাপতি ডা. রকিবুল ইসলাম জুয়েল, মো. শহিদুল ইসলাম, লায়েক আহমদ লায়েছ, মো. আফতাব উদ্দিন, হেলাল আহমদ, মজির উদ্দিন, আনোয়ার হোসেন আনাই, বদরুজ্জামান রাজু, বাবুল আহমদ, এম জেড আলম ও রুবেল আহমদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা মো.আব্দুল জলিল। 

আপনার মন্তব্য

আলোচিত