শ্রীমঙ্গল প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৯ ১৮:২৮

বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের নিয়ে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতীয় সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (২২জানুয়ারী) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও লালন ভুবনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানমালায় ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর প্রেসক্লাব ও ধর্মনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল লালন ভুবনের শিল্পীরা।

অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও লালন ভুবনের পক্ষ থেকে ভারতীয় সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মৌলভীবাজার সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক, শিক্ষক জহর তরফদার, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, একাত্তর টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, সমকাল প্রতিনিধি শামীম আক্তার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাইটিভির প্রতিনিধি সঞ্জয় কুমার দে, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, সাংস্কৃতিক কর্মী ফাহিম রিমন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারতের কৈলাশহর প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, ধর্মনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, লালন ভুবনের সাধারণ সম্পাদক আইরিন মুন্নি প্রমুখ।

এর আগে সাংবাদিকদের সম্মানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী আইরিন মুন্নি, সুশীল চক্রবর্তী, সজল ঘোষ ও রাজীব রায়।

বক্তারা বলেন, কাঁটাতারের বেড়ায় আমরা পৃথক হলেও সাংস্কৃতিক ও ভৌগলিক ভাবে এক। মনের দিক দিয়ে আমাদের মধ্যে কোন বিভেদ বা কাটা তার নেই। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট আছে এবং থাকবে।

উল্লেখ্য ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে ভারত- বাংলাদেশের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক ও সূধীজনদের অংশগ্রহণে ফেব্রুয়ারি মাসে একুশের চেতনায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব। সেই উৎসবকে সামনে রেখে বাংলাদেশে আসেন এই প্রতিনিধিদল।

আপনার মন্তব্য

আলোচিত