বড়লেখা প্রতিনিধি

২২ আগস্ট, ২০১৯ ১৮:৪২

বড়লেখায় লাইসিয়াম স্কুলের রজতজয়ন্তী উৎসবের নিবন্ধন শুরু

মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঁচিশ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উদযাপন কমিটির সদস্য ও পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মসরুর আলম চৌধুরী, দুদু মিয়া, সাফিয়া রহমান, প্রাক্তন সদস্য তাহিয়া আক্তার লিপি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, শিক্ষানুরাগী ফয়সল আহমেদ প্রমুখ ।

উল্লেখ্য, রজতজয়ন্তীর নিবন্ধন শুরুর প্রথম দিনে ৮ জন প্রাক্তন শিক্ষার্থী তাদের নাম নিবন্ধন করেন। ২০২০ সালের ৪ জানুয়ারি রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান সফল করতে প্রাক্তন শিক্ষার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রধান শিক্ষক ইকবাল আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত