সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৮ ১৯:৩৮

নাটোরে দুর্ঘটনা: বাসের হেলপার আটক

নাটোরের বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় আব্দুস সামাদ (৩৫) নামে বাসের হেলপারকে আটক করেছে বগুড়ার ডিবি পুলিশ।

রোববার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানার পলাশবাড়ি এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আব্দুস সামাদ বগুড়া সদর থানার গোকুল পশ্চিমপাড়া এলাকার আব্দুল বাড়ির ছেলে। তিনি চ্যালেঞ্জার পরিবহণ নামের দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বলেন, বাস হেলপার আব্দুস সামাদকে আটক করা হয়েছে। তাকে রাতে নাটোরে পাঠানো হবে।

শনিবার বিকেল ৪টার দিকে পাবনা থেকে বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস কদিমচিলান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে সামনে থেকে চাপা দেয়। এতে লেগুনার সকল যাত্রী ছিটকে পড়লে চাপা পড়ে দুই শিশু, ছয় নারীসহ ১০ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে তিনজন ও এরপর আরও একজন মারা যান এবং গভীর রাতে আরেকজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত