নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০১৮ ০১:৪৩

জামায়াতকে কতোটি আসন দেওয়া হয়েছে জানেন না কামাল

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামকে বিএনপি কতোটি আসন দিয়েছে তা জানেন না বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বুধবার সিলেট সফরকালে এমনটি জানান গণফোরামের এই সভাপতি।

ড. কামালের নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রধানতম শরিক দল বিএনপি। ড. কামালসহ ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা প্রথমদিকে জামায়াত নিয়ে আপত্তি জানালেও শেষ পর্যন্ত বিএনপির সাথে জোটভূক্তই থাকে জামায়াত। জামায়াতের ২২ জনকে এবার ধানের শীষের প্রার্থীও করে বিএনপি।

তবে এসব ব্যাপারে নিশ্চিত করে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন এই সংবিধান প্রণেতা।

বুধবার সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের পর ড. কামাল হোসেন বলেন, বলা হচ্ছে ২৫ জনকে মনোনয়ন দেওয়া দেওয়া হয়েছে। এটা আমরা জানি না। এখন জনগন এটা বিচার করবে। অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে জনগন এইটার ব্যাপারে তাদের সিদ্ধান্ত দিতে পারবে।

জামায়াতের ব্যাপারে আগে অনেকবার আপত্তি জানিয়ে আসা ড. কামাল এবার নিবার্চন কমিশনের নিবন্ধন হারানো এই দলটির বিচারের ভার জনগনের উপর ছেড়ে দিয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো অস্থিত্ব নেই। আইনগতভাবে জামায়াতের অস্থিত্ব নেই। হয়তো একসময় তারা পার্লামেন্ট মেম্বার ছিলো। হয়তো এ কারণে তাদের নমিনেট করা হয়েছে। এখন জনগন বিচার করবে। জনগন যদি ভোট না দেয় তাহলে তারা জিততে পারবে না।


তবে জামায়াতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই জানিয়ে ড. কামাল বলেন, আমরা জামায়াতের সাথে থাকবো না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

ড. কামাল বলেন, যে কোন অবস্থায় আমরা নির্বাচনে অনড় থাকবো। সুষ্ঠ নির্বাচনের অধিকার আদায় করে নোবো।

বুধবার সন্ধ্যায় সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারতের   মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।

মাজার জিয়ারতকালে ড. কামাল হোসেনের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাসদ নেতা আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ সিলেটের ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত