সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ১১:২৮

ডেনমার্কে শেখ রাসেলের জন্মদিন পালন

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকের সঙ্গে নিহত কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করেছে ডেনমার্ক শাখা আওয়ামী লীগ।

রোববার (১৮ অক্টোবর) কোপেনহেগেনে এ লক্ষ্যে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কনের সভাপতিত্বে আলোচনা সভায় মুঠোফোনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

সভায় বক্তারা বলেন, শেখ রাসেল আজীবন বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে। তাকে যারা হত্যা করেছে, তারা আজীবন ঘৃণার পাত্র হয়ে থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন, ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুঁইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অভিবাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত