সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০২৩ ১৯:৫৯

লন্ডনে ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান সংবর্ধিত

মঙ্গলবার (২৫ জুলাই) পূর্ব লন্ডনের মাদানি ভেন্যুতে যুক্তরাজ্যস্থ ছাতক উপজেলাবাসীর উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলার দুইবারের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জননেতা ফজলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

কমিউনিটি ব্যক্তিত্ব সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সিনিয়র সহ সভাপতি ও লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদের সভাপতিত্বে এবং ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও কভেন্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাবেক ছাত্র নেতা আহমেদ আবুল লেইসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, কভেনট্রি আওয়ামী লীগ সভাপতি মকদদুছ আলী, ইপসুইছ আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ জুনাব রব্বানী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার সম্পাদক আনোয়ারুল হক হেলাল, লিচ ফিল্ড আওয়ামী লীগের সভাপতি খসরুজ্জামান খসরু, ইপসুইচ আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য বদরুজ্জামান শামীম, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কমিউনিটি নেতা আবদুল আহাদ। স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ।

এতে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাবেক এএসপি মোহাম্মদ আহবাব মিয়া, কমিউনিটি নেতা ফারুক আহমদ, কাউন্সিলর ফারুক আহমদ, কাউন্সিলর লুতফা রহমান, কাউন্সিলর আবদাল উল্ল্যাহ, কাউন্সিলর লিলু আহমদ তালুকদার।

উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শফিক আহমদ, ইপসুইচ আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম, লুইশাম আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান হিরু, ইপসুইচ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ, লুটন আওয়ামী লীগ নেতা প্রফেসর আনোয়ার হোসেন, লন্ডন মহানগর যুবলীগ নেতা শরীফ উল্লাহ, মাহমুদ কলি, সুনু মিয়া, বাহার উদ্দিন, আজাদ মিয়া, লিচ ফিল্ড আওয়ামী লীগ নেতা কুঠি মিয়া, আজিজুর রহমান সেরু, জগলু মিয়া, সাসেক্স আওয়ামী লীগের সাংগঠনিক সানাওর হোসেন, সাবেক ছাত্রনেতা মিসবাহ জামান মাসুম, হেলাল মিয়া, ক্রয়ডন যুবলীগ সভাপতি কয়েসুজ্জামান আনা, লন্ডন মহানগর যুবলীগ সহ সভাপতি কামরুজ্জামান সাকলাইন, যুক্তরাজ্য যুবলীগের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবীব সুফিয়ান, প্রবাস বিষয়ক সম্পাদক আনোয়ার কামাল দুলাল, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু শহীদ, লন্ডন মহানগর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হেলাল, তাঁতী লীগের আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা আবদুল তোয়াহীদ কয়েছ, খালেদ আহমদ, সাহেদুল হক, চন্দন আহমদ, মিছবাহ উজ্জামান মিসবাহ, প্রফেসর আবদুল মালেক, যুবনেতা সাইফুল ইসলাম সুফিয়ান, মিজানুর রহমান মিজান, আবুল বশর, আফসর উদ্দিন, সিরাজ মিয়া, দেলওয়ার হোসেন দিলা, কামাল আহমদ, তোফায়েল আহমদ, সাবেক ছাত্রনেতা ফজল মাহমুদ সনেট, আরশাদ আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আহসানুল হক তানভীর, ছাত্রনেতা হাসান আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা, কাউছার আহমেদ, মদন মোহন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিফতায়ুল হোসেন লিমন, জালালাবাদ থানা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান রাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত