লুৎফুর রহমান, আল আইন থেকে ফিরে

৩০ জুলাই, ২০২৩ ০২:২১

আল আইন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে বারবার নির্বাচিত করতে হবে। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রবাসীরাও আন্তরিকভাবে কাজ করবে। সংযুক্ত আরব আমিরাতের আল আইন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার আল আইনের ডাউন-টাউন কালিকাট হোটেলের হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আল আইন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার শামসুল আলম।

সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী আব্দুর রফিক নাজমু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মৌলভীবাজারের ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সাবেক সভাপতি আলহাজ্ব লোকমান হোসাইন আনু, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কমর উদ্দিন, কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম ছালিক আহমদ, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সাবেক উপদেষ্টা ফরিদ আহমদ, রাজনীতিবিদ সিরাজুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম মধু।

বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব উসমান হোসেন বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম দোলন চৌধুরী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক করিম আহমদ রাজ‌। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামাদ খাঁন।

সম্মেলনে ৫ম বারের মতো আলহাজ লোকমান হোসাইন আনুকে সভাপতি, মুহিবুর রহমান মুহিবকে সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে মাস্টার শামসুল আলমকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত