শাবুল আহমেদ, প্যারিস

২৩ অক্টোবর, ২০২৩ ০৮:৫১

প্যারিসে স্থায়ী শহিদ মিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতির শ্রদ্ধা নিবেদন

শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে নবনির্মিত স্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্স সফররত বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বাংলা গণমাধ্যমে কর্মরত ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে রোববার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় প্যারিসের সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে শহিদ বেদিতে ফুল দেন ফরিদা ইয়াসমিন।

এ সময় শ্রদ্ধা নিবেদন কার্যক্রমে অংশ নেন অ্যাসোসিয়েশন সিকানু বাঙালি'র প্রধান উপদেষ্টা ও আয়বার মহাসচিব, প্যারিসে স্থায়ী শহিদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার হাসানুল শাওন, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল্লাহ রিয়াদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন, এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এম আই বি টেলিভিশনের সিইও ফয়সাল আহমদ দ্বীপ, এস টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ ও সাংবাদিক ফরিদ আহমদ রনি।

আপনার মন্তব্য

আলোচিত