শাবুল আহমেদ, প্যারিস

১৩ নভেম্বর, ২০২৩ ২২:৫৬

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জীবন-যাপন নিয়ে কফি আড্ডা

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জীবন-যাপন নিয়ে কফি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) বিকাল ২ টায় ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন সলিডারিটি আঁজি সাফ'র উদ্যোগে প্যারিসের ফাস্তি কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে'র সঞ্চালনায় আয়োজিত কফি আড্ডায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই অংশ নিয়ে তাদের জীবন-যাপনের অভিজ্ঞতা, ঘটে যাওয়া নানান ঘটনা, প্রতিবন্ধকতা, আনন্দ-বেদনা ও সাফল্যের গল্প তুলে ধরেন।

প্রবাসের যান্রিক জীবনে একখণ্ড অবসরে কফি আড্ডায় মিলিত হতে পেরে  সাফ সদস্যসহ আগত সবাই নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
এসময় আড্ডায় উঠে আসে ফরাসি ভাষা শিক্ষার দুর্বলতার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধ না থাকার কারণে প্রতিনিয়ত নানান দুর্ভোগ ও বৈষম্যের শিকার হওয়ার গল্প-কথা।

কফি আড্ডায় উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবি আকাশ হেলাল ও সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে।

বিগত ৪ মাস থেকে প্রতি মাসে এ কফি আড্ডা অনুষ্ঠিত হয়ে আসছে উল্লেখ করে আয়োজক সংগঠন সাফ'র প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা প্রতি মাসে এ আয়োজন করে থাকি। আগামীতেও এরকম উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত