সিলেটটুডে ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ১৫:০২

নিসে হামলা : বাংলাদেশিদের জন্যে দূতাবাসের হেল্পলাইন

বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক নিয়ে হামলার ঘটনায় বাংলাদেশের কোনো নাগরিক হতাহতের খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস।

প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, “প্রাথমিক তথ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ থাকার তথ্য এখনও নেই। আর ফ্রান্সের দাক্ষিণাঞ্চলের ওই অংশে বাংলাদেশি কেউ থাকেনও না।”

তারপরও বেড়াতে গিয়ে কেউ বিপদে পড়েছেন কি না- তা জানতে বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক (+331 46 51 90 33, [email protected]) চালু করা হয়েছে। কারও তথ্য মিললে হেল্প লাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ভূমধ্যসাগর তীরবর্তী নিস শহরের বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে ওই ঘটনায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত মানুষ। পুলিশ পরে ওই চালককে গুলি করে থামায়। ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া যায়।

রাষ্ট্রদূত জানান, স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা নিয়ে একটি হেল্প লাইন খুলেছেন তারা। আর পুলিশ বিভাগের সঙ্গেও নিয়মিত যোহাযোগ রাখছেন।

আপনার মন্তব্য

আলোচিত