সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৬ ১৫:১৭

লাকী আখন্দের পাশে কানাডার সংস্কৃতিকর্মীরা

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দের পাশে দাঁড়ালেন টরন্টোর শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

লাকী আখন্দ’র চিকিৎসাসেবার জন্য অর্থ সংগ্রহ করতে আগামী ৩০ জুলাই টরন্টোর শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন।

অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় দায়িত্ব নিয়েছেন খ্যাতনামা শিল্পী আশিকুজ্জামান টুলু।

দর্শকদের জন্যে টিকিট দাম নির্ধারণ করা হয়েছে ন্যুনতম ২৫ ডলার। আর শিল্পীদের জন্য ৫০ ডলার। কমপক্ষে ৫০০০ ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রিয় শিল্পীর চিকিৎসায় জন্য এ অনুষ্ঠানে শিল্পীরা শুধু বিনা পারিশ্রমিকে গানই গাইবেন না; প্রত্যেকেই নির্দিষ্ট হারে আর্থিক সহায়তাও দেবেন।

গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারের কর্ণধার শামীম চৌধুরী বিনা ভাড়ায় তার কনভেনশন সেন্টারটি অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দিচ্ছেন।

অনুষ্ঠান বা শিল্পীর জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত যে কোনো বিষয়ে শারমিন শর্মী (ফোন নম্বর ৬৪৭-৯৭৯-২০১৬) বা ফারজানা চৌধুরী বিন্দু’র (ফোন নম্বর ৪১৬-৮৩৭-১৭৮৩) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

মানবিকতার হাত বাড়িয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকী আখন্দের পাশে দাঁড়াতে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন টরন্টোর শিল্পী সমাজ।

আপনার মন্তব্য

আলোচিত