সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০২১ ১৩:২৬

রোজিনার জন্য প্রাচ্যনাটের নাট্যযাত্রা

পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হয়রানি এবং পরে শাহবাগ থানায় হস্তান্তরের ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছে দেশ। চারিদিকে বইছে প্রতিবাদের ঝড়। এমন জঘন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে ভিন্ন রকমের একটি নাট্যযাত্রার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট।

কর্মসূচির অংশ হিসেবে প্রাচ্যনাট ও তার বন্ধুরা আয়োজন করছে ‘রোজিনার জন্য নাট্যযাত্রা’। এই যাত্রায় ২ কিলোমিটার হাঁটবেন নাট্যকর্মীরা। আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৪ টার দিকে সচিবালয় থেকে এই নাট্যযাত্রা শুরু হবে। শেষ হবে শাহবাগে।

নাট্যকর্মীসহ প্রাচ্যনাটের বন্ধুরা স্বাস্থ্যবিধি মেনে এই নাট্যযাত্রায় অংশ নিয়ে রোজিনার জন্য সংহতি প্রকাশ ও সকল প্রকার দুর্নীতিকে না বলার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত