নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩ ১৬:৩০

১৬ মার্চ থেকে সিলেটে বরাক-সুরমা নাট্যোৎসব ২০২৩

কথাকলি, সিলেট-এর আয়োজনে বরাক-সুরমা নাট্যোৎসব ২০২৩ আগামী ১৬ মার্চ থেকে সিলেটে শুরু হচ্ছে।

ছয়দিন ব্যাপী বাংলাদেশ-ভারতের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই নাট্যোৎসবের সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন ও ভারতীয় হাই কমিশন, ঢাকা।

১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সোয়া সাতটায় সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

নাট্যোৎসবে অংশ নেবে বাংলাদেশের নাট্যদল কথাকলি সিলেট ও প্রাঙ্গণেমোর, এবং ভারতের বিবর্তন থিয়েটার, আজকের প্রজন্ম থিয়েটার, রেস থিয়েটার ও গণসুর।

প্রদর্শিত হবে চে'র সাইকেল, কনডেম সেল, আওরঙ্গজেব, অধরা মাধুরী, তিন পুতুলের গল্প, এই অরণ্যে, চাইছি তোমার বন্ধুতা ও নাথবতী অনাথবৎ নাটক।

আপনার মন্তব্য

আলোচিত