নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০১৬ ০১:১১

সুমন্ত গুপ্ত‘র একক আবৃত্তির অ্যালবাম ‘ভালবাসা বায়বীয়’

আবৃত্তিমেলা থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে নির্বাচিত প্রকৃতি ও প্রেমের কবিতা নিয়ে সুমন্ত গুপ্ত ‘র একক আবৃত্তির অ্যালবাম ‘‘ভালবাসা বায়বীয়’’।

আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের নির্দেশনায় এতে স্থান পেয়েছে সমসাময়িক অনেক কবির কবিতা। ১৫ টি কবিতার মধ্যে আছে প্রেমেন্দ্র মিত্র ,শিহাব শাহরিয়ার, হুমায়ুন আজাদ , জাহিদ হায়দার , নীরেন্দ্র চক্রবর্তী , আবু হেনা মোস্তুফা কামাল, রামচন্দ্র পাল, ফজল শাহাবুদ্দিন , জয় গোস্বামী, তাপস মজুমদার, হেলাল হাফিজ,রাজলক্ষী দেবী, তারাপদ রায় সহ সমসাময়িক কবিদের কবিতা।

অ্যালবামে দ্বৈত আবৃত্তিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ফারহানা আক্তার মিষ্টি। সুমন্তের প্রথম অ্যালবাম ‘ভালবাসা বায়বীয়’’। ভবিষ্যতে তিনি সংস্কৃতির প্রতিটি মাধ্যমে কাজ করে যেতে চান। আবৃত্তি গণমানুষের মধ্যে পৌঁছে দিতে কাজ করছেন।

সুমন্ত গুপ্ত , লেখালেখি, আবৃত্তি,উপস্থাপনা – শিল্পের প্রতিটি অঙ্গনে কাজ করছেন নিয়মিত ভাবে। সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত ছোট বেলা থেকেই। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি, সিলেটের আরেক প্রতিষ্ঠাতা সুমন্ত গুপ্ত। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে কাজ করছেন নিয়মিত ভাবে, লেখালেখি করছেন জাতীয় দৈনিক পত্রিকা গুলোতে।

আবৃত্তিমেলা পরিবেশিত অ্যালবামটি পাওয়া যাবে আবৃত্তিমেলা ও ফ্যশন হাউজ বিশ্ব রং এর সকল শাখাতে।

আপনার মন্তব্য

আলোচিত