সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৬ ১৪:০৫

কলকাতায় প্রতিষ্ঠিত হলো বাংলাদেশের বইয়ের স্থায়ী কেন্দ্র

কলকাতায় বাংলাদেশি বই কেন্দ্রের উদ্বোধন করছেন কবি শঙ্খ ঘোষ

কলকাতার ভারতী বুকস্টল এবং ঢাকার পাঠক সমাবেশের যৌথ উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠা করা হলো বাংলাদেশের বইয়ের স্থায়ী কেন্দ্র। এখানে পাওয়া যাবে বাংলাদেশ থেকে প্রকাশিত নতুন ও পুরোনো বই।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কলকাতার রমানাথ মজুমদার স্ট্রিটের ভারতী বুকস্টলে বাংলাদেশি বই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ।

উদ্বোধনী বক্তব্যে কবি শঙ্খ ঘোষ বলেন, "বই আমাদের দুই দেশের মিলনের সেতু হোক।"

প্রতি মাসের প্রথম ও শেষ শনিবার ওই বই কেন্দ্রে বসবে পাঠক সমাবেশ। পাশে বইপ্রেমিকদের জন্য আড্ডার ব্যবস্থা ও কফির স্টল থাকবে। বাংলাদেশি বইয়ের পাশাপাশি ওই কেন্দ্রে কলকাতার বইও পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের লোকসংস্কৃতি বিশেষজ্ঞ আবুল আহসান চৌধুরী, অধ্যাপক ইমানুল হক, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. মোফাখখারুল ইকবাল, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম, কলকাতার ভারতী বুকস্টলের কর্ণধার প্রদীপ কুমার বারিক, ঢাকার পাঠক সমাবেশের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বিজুসহ কলকাতার বইপ্রেমীরা।

আপনার মন্তব্য

আলোচিত