সিলেটটুডে অনলাইন ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৬ ২১:৩৭

নাটকের পর এবার হিন্দিতে হুমায়ূন আহমেদের উপন্যাস

গত ১ অক্টোবর থেকে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’ হিন্দি ভাষায় স্টারপ্লাসে প্রচারিত হচ্ছে। এটি অবশ্য পুরোনো খবর।

এবার প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন জানালেন, হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'গৌরীপুর জংশন' হিন্দিতে অনুবাদ করা হয়েছে।

শাওন ফেসবুকে লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের বই কয়টি ভাষায় অনূদিত হয়েছে জানেন? ইংরেজী, ফরাসী, জাপানী, রাশিয়ান, ফার্সি, জার্মান এবং হিন্দী... জ্বি আপনি ঠিক পড়েছেন... শেষ ভাষাটি হিন্দীই লিখেছি...। আচ্ছা, এই বইগুলি কি বাংলাদেশেও বিক্রি হয়? জ্বি হয়... হিন্দীটাও... (কি জানি কে কিনে! স্টার প্লাস দেখে দেখে হিন্দী শেখা বাংলাদেশীরাই হবে হয়তো...)।’

তিনি লিখেন, ‘ভাগ্যিস এই সবকটি অনুবাদের অনুমতি হুমায়ূন নিজেই দিয়ে গেছেন। হুমায়ূন আহমেদ থাকলে কি করতেন আর কি করতেন না সেটা দেখছি আমি আর কয়েকজন ছাড়া সমগ্র ত্যানা প্যাচানি ফেসবুকবাসীই জানেন..!’

আপনার মন্তব্য

আলোচিত