নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৫৫

ভজন ক্ষ্যপার গানে দ্বিতীয় দিনের উৎসব শুরু

সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে বেঙ্গল সাংস্কৃতিক উসব। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের উৎসবস্থল আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে জড়ো হয়েছেন হাজার দু'য়েক দর্শক। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে দর্শক সমাগমও।

এদিকে, প্রথমদিনের মতো আজও রেজিস্ট্রেশন করার জন্য অনুষ্ঠানস্থলের সামনে লাইন ধরে রেজিস্ট্রেশন করছেন আগ্রহীরা।

সন্ধ্যায় সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় হাছন রাজা মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন ভজন ক্ষ্যপা।

এরআগে বিকেল ৪টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে পরিবেশিত হয় চলচ্চিত্র মেঘমল্লার। একই মঞ্চে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মণিপুরি থিয়েটারের পরিবেশনায় নাটক 'কহে বীরাঙ্গণা' মঞ্চস্থ হচ্ছে।

হাছন রাজা মঞ্চে ভজন ক্ষ্যপার পর নজরুল সঙ্গীত পরিবেশন করবেন মনোময় ভট্টাচার্য। এছাড়া চন্দনা মজুমদার ও শতাব্দী রায়ের পরিবেশনায় থাকছে লোকগান।

ইনডেক্স গ্রুপ নিবেদিত এ উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ঢাকা ব্যাংক। প্রতিদিনই কয়েকটি মঞ্চে এ অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে সৈয়দ মুজতবা আলী এবং হাসন রাজা মঞ্চে।

এ ছাড়া যথারীতি শাহ আবদুল করিম চত্বরে বাদ্যযন্ত্র ও সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী; গুরুসদয় দত্ত চত্বরে কারুমেলা ও বেঙ্গল প্যাভিলিয়ন এবং কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী চলছে। রাধারমণ দত্ত বেদিতে অনুষ্ঠিত হবে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প।

আপনার মন্তব্য

আলোচিত