নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:২৫

বেঙ্গল সংস্কৃতি উৎসব : কবিতায় শুরু ৫ম দিন

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সিলেটে চলমান বেঙ্গল সংস্কৃতি উৎসবের ৫ম দিন এবং কালি ও কলম সাহিত্য সম্মেলনের শেষ দিন। এদিন সকাল সকাল সাড়ে ১০টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে শুরু হয় কবিতাপাঠের আসর।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক রবিউল হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতি বাংলাদেশের চারদিকে ছড়িয়ে দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন এটিকে উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছে। সংস্কৃতি জগতে এরকম আয়োজন একটা উল্লেখযোগ্য সংযোজন। এমন আয়োজনের জন্য বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

তিনি আরো বলেন, কবিতা একটাই, কিন্তু তা বিভিন্ন যুগে বিভিন্ন দেশের বিভিন্ন কবি একেক রকমভাবে উপস্থাপন করেন। কবিতা মানুষের মনের কথা বলে। যখন মানুষ কবিতা শুনে ভাবে যে এটা আমার মনের কথা, তখনই কবিতা মাত্রা পায়। কবির কবিতা তখন পূর্ণতা পায়। কবিতা লিখতে হয় মা, মাটি ও মাতৃভূমিকে চিন্তা করেই।

প্রথম অধিবেশনে কবিতা আবৃত্তি করেন ১০ জন কবি। তারা হলেন কবি মুহাম্মদ সামাদ, রাতুল দেব বর্মণ, মন্দাক্রান্তা সেন, হাবিবুল্লাহ সিরাজী, তারিক সুজাত, বীথি চট্টোপাধ্যায়, সাকিরা পারভীন, পিয়াস মজিদ ও রবিউল হুসাইন।

আপনার মন্তব্য

আলোচিত