সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৮ ২৩:০৭

মৌলভীবাজারে শ্রেয়া গুহঠাকুরতা ও নুরুল ইসলামের ‘আজি এ আনন্দ সন্ধ্যা’

মৌলভীবাজারে আলোকধারা ও সুরেরবেলা'র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান 'আজি এ আনন্দ সন্ধ্যা'।

এতে সংগীত পরিবেশন করবেন ওপার বাংলার প্রখ্যাত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও যুক্তরাজ্যের শিল্পী নুরুল ইসলাম। এই সঙ্গীতায়োজনে যন্ত্রানুসঙ্গে থাকবেন ভারতের বিখ্যাত কলাকুশলীরা।

মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হবে এ অনুষ্ঠান।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক ডাঃ এম এ আহাদ জানান, সার্ধ শতবর্ষ পরেও সৃষ্টি ও দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর নিত্য; প্রাসঙ্গিক। সুখ, দুঃখ, আনন্দ-বেদনা কিংবা অসীমের সাথে মর্ত্যের একাত্মতায় তাঁর সৃষ্টি জীবনজুড়ে থাকে। হোক সে শৈশব, তারুন্য কিংবা বার্ধক্য; জীবনের প্রতিটি ধাপেই যেনো পথ দেখায় রবিঠাকুরের অমিয় বানী।

তাইতো বঙ্গালীর কবি হয়েও তিনি আজ বিশ্বজনের সখা, একের হয়েও বহু-জনের, বহু মতের। সৃষ্টি থেকে স্রষ্টা; ভুমি থেকে শূন্য-সকল অনুভুতিতেই তাঁর বিচরন। এভাবেই অনুরাগীর 'জীবন-চলা' হয়ে উঠে 'রবীন্দ্র যাপন'।

প্রতিবছর এমন আয়োজনের প্রচেষ্টা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব রঞ্জিত দত্ত জনি জানান, মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন আলোকধারা ও সুরেরবেলা'র যৌথ এই প্রয়াস। রবীন্দ্র অনুরাগীদের জন্যেই মুলত এমন আয়োজন।

সঙ্গীতপিয়াসীদের স্বপরিজন উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগের আহবান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত