সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০১৯ ০০:৪৪

নাট্য প্রদর্শনীর ত্রয়োদশ দিনে পেজগি মঞ্চস্থ

আজ সমাপ্তি দিনে নাটক কালচক্র

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনীতে শনিবার মঞ্চস্থ হয় দিগন্ত থিয়েটারের নাটক ‘পেজগি’।

ফরাসী নাট্যকার জে.বি.পি মলিয়ের এর রচনায় নাটকটির অনুবাদ করেছেন অপু আমান ও নির্দেশনা দিয়েছেন দিবাকর সরকার শেখর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনদিবাকর সরকার শেখর, দেবী রাজলক্ষী তালুকদার, সাইফুর রহমান সুমন,ভক্তি দাস/ মাহমুদ-উস সামাদ মারুফ, দুর্জয় পুরকায়স্থ,কামরুন নাহার আনসারী (শাওন), পিংকি রোজারিও রোজ ওঅজয় চক্রবর্তী/ আহমেদ হুসাইন চৌধুরী মারজান। আজ রোববার একই মঞ্চে উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবেনাট্যালোক সিলেটের নাটক‘কালচক্র’।

নাটক শেষে অংশগ্রহণকারী দলের হাতে উৎসব স্মারক তুলে দেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক চম্পক সরকার ও রাজনৈতিক কর্মী জাবেদ সিরাজ।

বিগত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নাট্য প্রদর্শনীতে সিলেটের ১৪ টি নাট্য সংগঠন তাদের প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে। আজ ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন কবি নজরুল অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।

আপনার মন্তব্য

আলোচিত