নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০১৯ ২২:৪২

এপার বাংলা, ওপার বাংলা নৃত্য উৎসবের ৩য় দিন অতিবাহিত

“বিশ্ববীণা বেজে ওঠে আজ নৃত্যছন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে ৫দিন ব্যাপী নৃত্য উৎসবের ৩য় দিন শনিবার (২৩ মার্চ)  সকালে নৃত্যশৈলি সিলেটের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

একই দিন বিকেল সাড়ে ৪টায় আয়োজিত মুক্তমঞ্চ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, নাট্য ব্যক্তিত্ব নাজনীন হোসেন, শমসের জামাল, শুভদ্বীপ চক্রবর্তী প্রমুখ।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের ২য় অধিবেশন।

মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফজুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ।

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ড. মহুয়া মুখোপাধ্যায়ের বুদ্ধচরিত, পরিবেশনায় ও ভারতের কোলকাতার মিত্রায়নের কালমৃগয়া নৃত্যনাট্য পরিবেশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত