সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৬

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের পাক্ষিক 'বইআড্ডা' শনিবার

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের পাক্ষিক আয়োজন করেছে শ্রাবণ বইগাড়ি 'জনকের সংগ্রামের জীবনগাঁথা' বইআড্ডা-১। মানিক মোহাম্মদ রাজ্জাকের লেখা '১৯৭১: বিদেশী গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' বই নিয়ে এই আড্ডার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ২৩০ নিউ এ্যালিফেন্ট রোড দীপনপুর বুক শপে এ মাসের প্রথম বইআড্ডা অনুষ্ঠিত হবে।

বইঅড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুজিবনগর সরকারের গার্ড অব অনারের নেতৃত্ব দানকারী এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিশিষ্ট সাংবাদিক-লেখক সৈয়দ ইশতিয়াক রেজা, ড. বিশ্বজিৎ ঘোষ, ড. সৌমিত্র শেখর, লেখক মানিক মোহাম্মদ রাজ্জাক।

স্বাগত বক্তব্য রাখবেন প্রকাশক রবীন আহসান। অনুষ্ঠান উপস্থাপনা করবেন সাংবাদিক কাজী নুসরাত শরমীন।

শ্রাবণ বইগাড়ি আগামী ১৯ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ৪০টি বাছাইকৃত বই নিয়ে এই বইআড্ডার আয়োজন করবে। আয়োজনের সহযোগী 'ঢাকা ইনিশেয়েটিভ'।

আপনার মন্তব্য

আলোচিত