শাবি প্রতিনিধি

২৪ মে, ২০২০ ১৩:৩২

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে জিডিএন সাস্ট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সমস্যার ফলে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। তাই অসচ্ছল পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ারভিত্তিক সংগঠন 'গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট' (জিডিএন সাস্ট)।

শনিবার (২৩ মে) দুপুরে সংগঠনটির সভাপতি জোবায়ের খান এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রাথমিকভাবে ২৭টি অস্বচ্ছল পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ জন শাবির টং দোকান মালিক, ৯ জন গৃহকর্মী এবং ৮টি দরিদ্র পরিবারকে এই সাহায্য প্রদান করা হয়। এই কার্যক্রমের সমন্বয়ক হিসেবে ছিলেন মিনহাজুল ইসলাম ইমন।

এছাড়া কার্যক্রমের সদস্য ছিলেন সিয়াম বিন নুর, মো. সজিব, মাসুম চৌধুরী, জাকির হোসেন, এমাদ ফাহিম, সাকিব মুবালিগ, মোহাম্মদ মুনির চৌধুরী, আবির মাহমুদ প্রমুখ।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি জোবায়ের খান বলেন, আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমরা চ্যারিটির সব টাকা ডিস্ট্রিবিউট শেষ করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই দুর্যোগপূর্ণ সময়ে সমাজের বিত্তবানরা এই কাজে আরও এগিয়ে আসবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জিডিএন সাস্টের যাত্রা শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত