শাবিপ্রবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২১ ১৮:০২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শাবিপ্রবির শাহপরান হলের বৃক্ষরোপণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে শাহপরান হল সংলগ্ন উদ্যানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এসময় শাহপরান হলের উদ্যানে একটি ফল গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরবর্তীতে এ উদ্যানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে বলে জানান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান।

এসময় অন্যদের মধ্যে শাহপরান হলের সহকারী প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামান ভূঁইয়া, অমিত কুমার চক্রবর্তী, হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত