নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২ ১৬:৩৬

কাঁপুনি দিয়ে জ্বর, কমেছে রক্তচাপ অনশনরত শিক্ষার্থীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করা এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজল দাস নামের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

গতকাল বুধবার বেলা তিনটার দিকে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। সারা রাত তীব্র শীত উপেক্ষা করে তারা উপাচার্যের বাসার সামনেই আছেন। রাতে কাজলের কাঁপুনি দিয়ে জ্বর আসে। এ ছাড়া তার রক্তচাপ কমে যায় বলে সতীর্থরা জানিয়েছেন।

সিলেটের যে হাসপাতালে কাজল দাসকে নেওয়া হয়েছে, সেখানকার চিকিৎসক বাবলু হোসেন বলেন, জ্বর ও রক্তচাপ কমে যাওয়ায় তার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া অনশনরত শিক্ষার্থীদের একাধিকজন অনশনস্থলে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত