নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২ ১৩:১০

অনশন ভাঙলেও ভিসি পদত্যাগের আন্দোলন চলবে

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙার পর নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।

তারা বলছেন, অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা অনশন কর্মসূচি থেকে সরে এসেছি। তবে উপাচার্যকে অবরুদ্ধ রাখার অবস্থান থেকে এখনও সরে আসিনি। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

বুধবার সকালে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে দেখা যায়, সেখানে শিক্ষার্থীদের অবস্থান নেই। তবে আগের মতোই পুলিশ মোতায়েন আছে।

এদিন সকাল সাড়ে ১০ টার দিকে প্রায় ১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙেন শাবির শিক্ষার্থীরা।

অনশন ভেঙে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, ‘অধ্যাপক জাফর ইকবাল আমাদের কাছে খুব সম্মানিত। আমরা তাকে বিশ্বাস করি। তিনি আমাদের জানিয়েছেন, আমাদের দাবি পূরণের ব্যাপারে সরকারের উচ্চমহল থেকে তাকে আশ্বাস দিয়েছে। আশা করছি, সরকার তাকে দেয়া এই আশ্বাস রাখবে।’

অপূর্ব বলেন, ‘অনশন থেকে সরে এলেও আমরা আন্দোলন চালিয়ে যাব। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দ্রুতই নিজেরা বসে আমরা আন্দোলনের ধরণ ও কর্মসূচি ঠিক করব।’

আরেক অনশনকারী শিক্ষার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের শাহরিয়ার আবেদীন বলেন, ‘আন্দোলন থেকে আমরা সরে আসব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘অনশন ভাঙার পর দাবি মানা না হলে, সেটি কেবল আমাদের সঙ্গে নয়, মুহম্মদ জাফর ইকবালের সঙ্গেও প্রতারণা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত