শাবিপ্রবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০২২ ২০:৩১

বশেমুরবিপ্রবি ‘গণধর্ষণের’ প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

 শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর  থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের বোনেরা নিরাপদ নেই। বশেমুরবিপ্রবির ঘটনায় আমরা লজ্জিত।  যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত এবং পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এইসময় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত