রাবি প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২ ২২:৫৫

সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে রাবির হল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে দেয়া কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে তার সিট বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিয়েছে হল প্রশাসন।

রোববার হল প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল কর্তৃক আত্মহত্যার প্রচেষ্টা জনিত কারণে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলো তাতে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে আহত হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে কাউকে আঘাত করার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়নি। শিক্ষার্থীদের সচেতন করার জন্য এটি করা হয়েছিলো। বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী মনোকষ্ট পেলে বা মানসিকভাবে আহত হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যে কোনো নেশা জাতীয় দ্রব্য শিক্ষার্থীদের কাছে পাওয়া গেলে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন আরো সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা করছি।

আপনার মন্তব্য

আলোচিত