সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০২২ ১৯:৪৯

সিকৃবিতে ফিশারিজ কার্নিভাল শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতির আয়োজনে শুরু হয়েছে ‘ফিশারিজ কার্নিভাল’। দুই দিনব্যপী কার্নিভালের উদ্বোধন হয় বৃহঃস্পতিবার দুপুর ১২ টায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গন হতে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিভিন্ন রঙিন মাছের ফেস্টুন, নানাধরণের মাছ ধরার সরঞ্জাম নিয়ে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রধান গেট প্রদক্ষিণ করে মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবনে এসে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ফিশারিজ কার্নিভাল ২০২২ এর আহবায়ক অধ্যাপক ড. সোহেল মিয়া, মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতির সহ-সভাপতি আশিকুর রহমান শ্রাবণ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুমন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের বাৎসরিক আয়োজন ‘ফিশারিজ কার্নিভাল’ নিয়মিতভাবে আয়োজিত হলেও করোনা মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় গত দুইবছর আয়োজিত হয়নি। দীর্ঘ বন্ধের পর অনুষদের সকল শিক্ষার্থী-শিক্ষককে নিয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘ফিশারিজ কার্নিভাল’ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গনে ‘ফিশারিজ কার্নিভাল’ এর দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিবেন অনুষদের শতাধিক শিক্ষার্থী।

আপনার মন্তব্য

আলোচিত