শাবিপ্রবি প্রতিনিধি

০৩ জুন, ২০২২ ১৭:০২

ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর পাশে শাবিপ্রবি ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ ইউনিটের পরীক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা দিয়ে পাশে  দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।

শুক্রবার (৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ভর্তি পরীক্ষার্থীদের তথ্য সহায়তা, মেডিকেল সাপোর্ট, জয় বাংলা বাইক সার্ভিস, কলম, খাবার পানিসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান,সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এদিকে আগামী শনিবার (৪ জুন) খ-ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ক-ইউনিটে ২হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন)  ঘ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ-ইউনিটে ৭৫ জন অংশ নিবেন। এসময়ও ছাত্রলীগের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত