শাবিপ্রবি প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২ ২০:৪১

শাবিপ্রবিতে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র পথ চলা শুরু

বাংলাদেশি জাতীয়তাবাদে শ্রদ্ধাশীল ও নিবেদিত প্রাণ শিক্ষকদের নিয়ে নতুনভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র পথচলা শুরু হয়েছে।

নবগঠিত এ ফোরামে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনকে আহ্বায়ক এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে ফোরামের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও গণিতের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছে, পরিসংখ্যা বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এস. এম. খুরশীদ আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মিছবাহ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত