শাবিপ্রবি প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৩ ১৫:১৭

আলোকচিত্র প্রদর্শনী নিয়ে আসছে শাবিপ্রবির সুপা

আলোকচিত্র প্রদর্শনী নিয়ে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন' (সুপা)। সংগঠনটির উদ্যোগে ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে 'আন্ত-শাবিপ্রবি আলোকচিত্র প্রদর্শনী-Hiraethi-5।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে সুপার উদ্যোগে 'Hiraeth 5' এর আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের পোস্টার, ব্যানার সমূহ অফিশিয়াল ফেসবুক ইভেন্ট প্রকাশ করা হয়েছে।

এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছবি জমা দিতে পারবেন। এতে একজন প্রতিযোগী একক ছবি (সর্বোচ্চ ৬টি), ফটো স্টোরি (সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১২ টি) জমা দিতে পারবেন। তবে ছবির জন্য নির্দিষ্ট কোন থিম দেওয়া হয়নি বলে জানান তিনি।

এদিকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সুপার ওয়েবসাইট: https://supasust.org/hiraeth-5/submission/ এ গিয়ে ছবি জমা দেওয়া যাবে।

ইভেন্টের লিংক:https://facebook.com/events/s/call-for-photos-hiraeth- 5/247700691579710।

আপনার মন্তব্য

আলোচিত