সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৩ ০৪:০৫

ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স।

শুক্রবার ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উৎসব জাতীয় সংগীত ও রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়।

স্নাতক শিক্ষার্থী হুমায়রা তাবাসসুমের উপস্থাপনায় অনুষ্ঠানে একক কবিতা আবৃত্তি করেন আহমেদ ইশতিয়াক। দলগত গান পরিবেশন করেন জয়িতা পান্ডে, নেহাল পারভেজ, শাহরিয়ার নাহিদ, সায়েম, আজমাঈন, হুযাইফা, তাহাম্মুম, রাহাত প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক আলী তার লেখা '‘বঙ্গবন্ধু ও নতুন বাংলা বছর এবং শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়ন’' শিরোনামের কবিতা আবৃত্তি করেন। নতুন বছরকে স্বাগত জানায় উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের সকল শিক্ষার্থী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক এবং আইটি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন এবং সারা তাসনিম, প্রভাষক শামিম আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত